২ / ৬
আমনের খেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা। তালুক তামপাট, রংপুর। ছবি—সংগৃহীত
৩ / ৬
বাঁশ দিয়ে ডালা তৈরি করছেন দেলোয়ার প্রামাণিক। আকারভেদে এসব ডালা ৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করেন তিনি। পাঠশালা মোড়, সাহাপুর, ঈশ্বরদী, পাবনা। ছবি—সংগৃহীত
৪ / ৬
বন্যার পানিতে ডুবেছে ঘরবাড়ি। ভেলায় করে ও সাঁতরে আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন এক দম্পতি। বাথুয়াকান্দা, নালিতাবাড়ী, শেরপুর। ছবি—সংগৃহীত
৫ / ৬
ফুলের টবে জমে থাকা পানিতে গোসল করছে দোয়েল পাখি। মাওনা, শ্রীপুর। ছবি—সংগৃহীত
৬ / ৬
নিজের বাগান থেকে তোলা নানা ধরনের ফল নৌকায় করে রাঙামাটি শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন পাহাড়ি চাষিরা। কাপ্তাই হ্রদের রিজার্ভ বাজার। ছবি—সংগৃহীত