স্তূপ করে রাখা হয়েছে পাকা তাল। ছবি—সংগৃহীত
বিক্রির জন্য তাল বাছাই করা হচ্ছে। ছবি—সংগৃহীত
ট্রাক থেকে নামানো হচ্ছে পাকা তাল। ছবি—সংগৃহীত
ট্রাক থেকে পাকা তাল নামাচ্ছেন দুই ব্যক্তি। ছবি—সংগৃহীত
ফেটে গেছে পাকা তাল। ক্রেতার দৃষ্টি আকর্ষণে সেটা সাজিয়ে রাখা হয়েছে। ছবি—সংগৃহীত
পাকা তালের সুঘ্রাণে ছুটে এসেছে মৌমাছি। ছবি—সংগৃহীত
গন্ধ শুকে তাল বাছাই করছেন একজন ক্রেতা। ছবি—সংগৃহীত
আকারভেদে একেকটি তাল ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। ছবি—সংগৃহীত
ভাদ্র মাসের প্রচণ্ড গরমে তাল পাকে। ঘরে ঘরে বানানো হয় তালের পিঠা। এ মৌসুমে সিলেটের কদমতলী এলাকায় পাইকারি বাজারে তাল বিক্রি হচ্ছে। বাজার ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।
১ / ৮
স্তূপ করে রাখা হয়েছে পাকা তাল। ছবি—সংগৃহীত
২ / ৮
বিক্রির জন্য তাল বাছাই করা হচ্ছে। ছবি—সংগৃহীত
৩ / ৮
ট্রাক থেকে নামানো হচ্ছে পাকা তাল। ছবি—সংগৃহীত
৪ / ৮
ট্রাক থেকে পাকা তাল নামাচ্ছেন দুই ব্যক্তি। ছবি—সংগৃহীত
৫ / ৮
ফেটে গেছে পাকা তাল। ক্রেতার দৃষ্টি আকর্ষণে সেটা সাজিয়ে রাখা হয়েছে। ছবি—সংগৃহীত
৬ / ৮
পাকা তালের সুঘ্রাণে ছুটে এসেছে মৌমাছি। ছবি—সংগৃহীত
৭ / ৮
গন্ধ শুকে তাল বাছাই করছেন একজন ক্রেতা। ছবি—সংগৃহীত
৮ / ৮
আকারভেদে একেকটি তাল ২০ থেকে ৫০ টাকায় বিক্রি হয়। ছবি—সংগৃহীত
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh