দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে গাজী টায়ার্সের কারখানা। ছবি—সংগৃহীত
অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ রয়েছেন সজীব ভূঁইয়া নামের এক ব্যক্তি। কারখানার সামনে তাঁর স্ত্রী কল্পনা আক্তারের আহাজারি। ছবি—সংগৃহীত
পুড়ে গেছে কারখানার ভেতরে থাকা গাড়ি। ছবি—সংগৃহীত
সকালেও কারখানার আগুন নেভাতে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীদের। ছবি—সংগৃহীত
ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে তথ্য-পরিচয় দিচ্ছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। ছবি—সংগৃহীত
একদিকে কারখানায় জ্বলছে আগুন, অন্যদিকে কারখানার মালামাল লুটপাট চলছে। ছবি—সংগৃহীত
অগ্নিকাণ্ডের দুই দিন পার হলেও লুটপাট থামানো যায়নি। ছবি—সংগৃহীত
ছবি হাতে ছেলের খোঁজে এসেছেন মো. ইসমাইল নামের এক ব্যক্তির মা বেদেনা বেগম। ছবি—সংগৃহীত
নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কারখানার মূল ফটকের সামনে স্বজনদের ভিড়। ছবি—সংগৃহীত
আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি—সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান গাজী টায়ার্স কারখানার আগুন ৩২ ঘণ্টা পর মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণে এসেছে। গাজী টায়ার্স কারখানার মালিক নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। গত রোববার ভোররাতে আওয়ামী লীগের এই নেতা গ্রেপ্তার হওয়ার খবরে সোমবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে লোকজন কারখানার ভেতরে ঢুকে লুটপাট শুরু করেন। এ সময় কারখানায় আগুনও দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় অন্তত ১৭৫ জন নিখোঁজ রয়েছেন। সকালেও কারখানার সামনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ভিড় দেখা গেছে।
১ / ১০
-66ce223a90191.jpg)
দুর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বলছে গাজী টায়ার্সের কারখানা। ছবি—সংগৃহীত
২ / ১০
-66ce22574d1f6.jpg)
অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ রয়েছেন সজীব ভূঁইয়া নামের এক ব্যক্তি। কারখানার সামনে তাঁর স্ত্রী কল্পনা আক্তারের আহাজারি। ছবি—সংগৃহীত
৩ / ১০
-66ce226bd7c20.jpg)
পুড়ে গেছে কারখানার ভেতরে থাকা গাড়ি। ছবি—সংগৃহীত
৪ / ১০
-66ce228de318e.jpg)
সকালেও কারখানার আগুন নেভাতে দেখা যায় ফায়ার সার্ভিসের কর্মীদের। ছবি—সংগৃহীত
৫ / ১০
-66ce22b74a42b.jpg)
ফায়ার সার্ভিসের কর্মীদের কাছে তথ্য-পরিচয় দিচ্ছেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। ছবি—সংগৃহীত
৬ / ১০
-66ce22cd7c36c.jpg)
একদিকে কারখানায় জ্বলছে আগুন, অন্যদিকে কারখানার মালামাল লুটপাট চলছে। ছবি—সংগৃহীত
৭ / ১০
-66ce22e3efe92.jpg)
অগ্নিকাণ্ডের দুই দিন পার হলেও লুটপাট থামানো যায়নি। ছবি—সংগৃহীত
৮ / ১০-66ce24f9a04f5.jpg)
ছবি হাতে ছেলের খোঁজে এসেছেন মো. ইসমাইল নামের এক ব্যক্তির মা বেদেনা বেগম। ছবি—সংগৃহীত
৯ / ১০

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কারখানার মূল ফটকের সামনে স্বজনদের ভিড়। ছবি—সংগৃহীত
১০ / ১০
-66ce2321da469.jpg)
আগুন নিয়ন্ত্রণে এলেও ধোঁয়া ও তাপ নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি—সংগৃহীত
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
