× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইন্টারনেটের গতি কম, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সমস্যা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ জুলাই ২০২৪, ১৫:৩২ পিএম । আপডেটঃ ১৬ জুলাই ২০২৪, ১৫:৩৩ পিএম

দেশে বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে সমস্যা হচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি বেসরকারি–বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না।

মঙ্গলবার রাত ১০টা থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে সমস্যার কথা জানিয়েছেন একাধিক ব্যবহারকারী। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে।

এ ছাড়া বিভিন্ন টেস্টিং সাইট থেকে পরীক্ষা করেও দেখা গেছে, দেশের বিভিন্ন মোবাইল অপারেটরদের ডেটা ব্যবহার করে ফেসবুকে ঢোকা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেসবুক বন্ধ করার জন্য আইআইজি বা অপারেটরের দ্বারস্থ হতে হয় না। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে এটা করতে পারে।

এদিকে দেশের সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করার নির্দেশনা পেয়েছে অপারেটরগুলো। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। তবে তা কার্যকর করতে কিছুটা সময় লেগেছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোসহ আশপাশ এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না।

১৪ জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ফোর–জি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ওই এলাকায় মোবাইলে ইন্টারনেট সেবা পাওয়া যায়নি। পরদিন ১৫ জুলাই সকাল ৭টা পর্যন্ত ফোর–জি নেটওয়ার্ক বন্ধ ছিল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.