× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজধানীর আরও সাত স্থান অবরোধের ঘোষণা কোটাবিরোধীদের

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ জুলাই ২০২৪, ০৯:১৮ এএম । আপডেটঃ ০৭ জুলাই ২০২৪, ০৯:২১ এএম

কোটাবিরোধীদের আন্দোলনে উত্তাল শাহবাগ| ছবি—সংগৃহীত

রাজধানীর শাহবাগ ছাড়াও সাত স্থানে অবরোধের ঘোষণা দিয়েছেন কোটাবিরোধীরা। আজ রোববার (৭ জুলাই) আন্দোলনের অন্যতম সমম্বয়ক সারজিস আলম এই ঘোষণা দেন। 

এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অমর একুশে হল, শহীদুল্লাহ্ হল ও ফজলুল হক মুসলিম হল, বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ, ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা চানখারপুলে অবস্থান নেবেন। এ ছাড়া ঢাকা কলেজ, সিটি কলেজ ও ইডেন মহিলা কলেজ নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবস্থান নেবেন। 

ঢাবি শিক্ষার্থীদের একাংশ ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও মোড়ে অবস্থান নেবেন। আর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মহাখালীতে রাস্তা অবরোধ করবেন বলে জানা গেছে।

এদিকে, কোটাবিরোধীদের আন্দোলনে উত্তাল শাহবাগ। সেখানে অবরোধের কারণে সড়কে সড়কে তৈরি হয়েছে যানজট। ভোগান্তিতে পড়েছে যানবাহনে চলাচলকারী সাধারণ যাত্রীরা। এমন এক মহূর্তে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, সর্বোচ্চ আদালতে বিচারাধীন এবং সেটার সমাধান না হওয়ার আগেই হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট ব্লক করে দিলাম—স্বাভাবিকভাবেই আমাদের প্রশ্ন থাকতে পারে এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে কি না। তিনি আরও বলেন, মহিবুল আরও বলেন, যে কথা বলা হচ্ছে—কোটার প্রশ্নে মেধাবী এবং কম মেধাবী নাকি জেলাভিত্তিক, সেটা তো খুবই সাবজেক্টিভ বিষয়। একটা নির্দিষ্ট মানের মেধা ধারণ না করে কোনো শিক্ষার্থীর পক্ষে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব না, সেটা তো আমরা সবাই জানি। সেক্ষেত্রে তার পরবর্তী ধাপ কীভাবে নির্ধারিত হবে, সেটা যেহেতু আদালতে পেন্ডিং আছে, সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.