নতুন মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগের মন্ত্রিসভায় ডা. দীপু মনি শিক্ষা মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেছিলেন।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের পর কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তা জানানো হয়। এর আগে বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।