× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশ ও কোরিয়া সরকারের মধ্যে ২টি ঋণ চুক্তি স্বাক্ষর

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৭ জুন ২০২৪, ১২:০৬ পিএম । আপডেটঃ ২৭ জুন ২০২৪, ১২:১৩ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকার এবং কোরিয়া সরকারের মধ্যে 'কনস্ট্রাকশন অব রেলওয়ে কাম রোড ব্রিজ অ্যাক্রোস দ্য রিভার কর্ণফুলী অ্যাট কালুরঘাট পয়েন্ট' শীর্ষক প্রকল্প ২০২৪-২০৩০ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে ইডিসিএফ তহবিল থেকে ৭২৪.৭৩ মিলিয়ন মার্কিন ডলার এবং ইডিসিএফ তহবিল থেকে ৯০.১৮ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মি. ইয়ুন ঋণ চুক্তি দুটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলপথ মন্ত্রণালয়ে মন্ত্রী মো. জিল্লুল হাকিম, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মি. পার্ক ইয়াং সিক উপস্থিত ছিলেন।

এই প্রকল্প ইডিসিএফ ও ইডিপিএফ এর যৌথ অর্থায়নে রেলপথ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো- কালুরঘাট পয়েন্টে কর্ণফুলী নদীর উপর একটি রেল কাম রোড সেতু নির্মাণের মাধ্যমে নিরবচ্ছিন্ন রেল ও সড়ক যোগাযোগ নিশ্চিতকরণ; চট্টগ্রাম-কক্সবাজার করিডরের অপারেশনাল সীমাবদ্ধতা দূরীকরণ; আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন; ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশবিশেষ নির্মাণ, স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্য সুবিধা বৃদ্ধির মাধ্যমে ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন সাধন।

কোরিয়া সরকারের কোরিয়া এক্সিম ব্যাংকের মাধ্যমে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে নমনীয় ঋণ সহায়তা দিয়ে আসছে। উক্ত প্রকল্পে ইডিসিএফ তহবিলের আওতায় ঋণচুক্তির সুদের হার ০.০১ শতাংশ, ঋণ পরিশোধের মেয়াদ ১৫.৫ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৪০.৫ বছর। অপরদিকে ইডিপিএফ তহবিলের আওতায় ঋণচুক্তির সুদের হার ১ শতাংশ, ঋণ পরিশোধের মেয়াদ ৭ বছর গ্রেস পিরিয়ডসহ মোট ৩০ বছর। সুদের হার ও শর্তাবলি উভয় ঋণের ক্ষেত্রেই নমনীয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.