× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছরে ২ হাজার মোটরসাইকেল ও ট্যাক্সিচালক নেবে আমিরাত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ জুন ২০২৪, ০৯:০১ এএম । আপডেটঃ ২৭ জুন ২০২৪, ০৯:০২ এএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত সরকারের মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে বছরে দুই হাজার মোটরসাইকেল ও ট্যাক্সিচালক নিয়োগ দেবে। 

ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চোধুরী।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। এরপর তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, চলতি বছর বাংলাদেশ থেকে এক হাজার মোটরসাইকেল চালক এবং ৩০০ ট্যাক্সি চালক নিয়োগ করবে আমিরাত। আগামী বছর থেকে কমপক্ষে দুই হাজার ট্যাক্সি ও মোটরসাইকেল চালক নেবে দেশটি।

একই তথ্য জানিয়ে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, চালকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।

গত মাসে আমিরাত সফর করেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, সেই সফরে দেশটির ১৬টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠক হয়েছে। দুবাই ট্যাক্সি করপোরেশন সঙ্গেও বৈঠক হয়। তারই ধারাবাহিকতায় সরকারি এই সংস্থাটি বাংলাদেশি চালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমিরাত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। দক্ষ জনবল নিয়োগের সম্পর্ক আরও জোর হবে। একই আশাবাদের কথা জানান আব্দুল্লাহ আলী আল হামুদী।

সব প্রক্রিয়া সম্পন্নের পরও বাংলাদেশি কর্মীরা কেনো মালয়েশিয়ায় যেতে পারেননি- তার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত রোববার প্রতিবেদন জমা দিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে। প্রতিমন্ত্রী এ বিষয়ে কথা বলেননি।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ সচিব মো. রুহুল আমিন, বাংলাদেশ ওভারসীস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ মুদাফফা, খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকর প্রমুখ।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.