আজ বুধবার বিকেল পাঁচটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়াওয়ার পরে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ এটি। এর আগে বুধবার (১০ জানুয়ারি) সকালে এমপি হিসেবে শপথ নেন শেখ হাসিনাসহ দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। নওগাঁ-২ আসনের প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত করা হয়। দ্বাদশ জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে। ২৯৯ আসনের মধ্যে ২৯৮ আসনের বেসরকারি ফলাফলে নৌকায় ২২৩ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ।
এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি ও বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি একটি আসনে জয় পেয়েছে।