× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জানালেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইয়ে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী, হতে পারে কয়েকটি চুক্তি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৪ জুন ২০২৪, ০৮:৪৭ এএম । আপডেটঃ ২৪ জুন ২০২৪, ০৯:৩৬ এএম

ছবি: সংগৃহীত

জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে  চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ জুন) বেইজিং সফরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকার একটি হোটেলে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী ৮ থেকে ১১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর চীন সফরের সম্ভাবনা বেশি।’

প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে চীনের ক্ষমতাসীন দলের এ নেতার ঢাকা সফরকে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে বর্ণনা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে পৃথকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন তারা।

বাংলাদেশ অংশে তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনায় চীনের অর্থায়নের বিষয়টি এগিয়ে যাওয়ার মুহূর্তে এ প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে ভারত সরকার।

বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, ‘তিস্তা নিয়ে আজকে আলোচনা হয় নাই। আমার সাথে সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে।’

টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সম্ভাব্য প্রথম এ সফরে দুই দেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, যা নিয়ে কাজ চলছে বলে জানান তারা।

তবে কী কী বিষয়ে চুক্তি বা সমঝোতার জন্য কাজ চলছে, সেসব নিয়ে কোনো তথ্য দেননি তারা।

পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, “আমাদের উন্নয়ন প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সামনে প্রধানমন্ত্রী যে সফরে যাচ্ছেন, তাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, সেটি আমরা প্রত্যাশা করেছি। সেই সফরের আগে তার (লিউ জিয়ানচাও) আগমনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা এ সফরের দিকে তাকিয়ে আছি।”

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ বলেন, অবকাঠামো, কৃষি, বিনিয়োগ, উৎপাদন ও বাণিজ্য খাতে আরও কাজ করতে পারে চীন-বাংলাদেশ।

সরকারের ‘ভিশন ২০৪১’ ও ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে পাশে থাকার বিষয়ে আগ্রহ পুনর্ব্যক্ত করেন চীনের এ নেতা।

তিনি বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী আসন্ন সফর বেশ ফলপ্রসূ হবে। আপনাদের আধুনিকায়নের যাত্রায় প্রতিবেশী ও অংশীদার হিসেবে সারথির মতো রয়েছে চীন।’ 

প্রধানমন্ত্রীর সফরে সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেক দলিল সই হবে বলে আমি নিশ্চিত।’

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চুক্তি-সমঝোতা স্মারক নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। সেটা নিয়ে পরে বলব। এই ইস্যুতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করার মাধ্যমে এ সমস্যার সমাধান পাওয়ার ক্ষেত্রে ভূমিকা অব্যাহত রাখবে চীন।’

দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে তথ্য দিয়েছেন লিউ জিয়ানচাও।

ফিলিস্তিন সংঘাত নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, ‘আমরা গাজা ইস্যু আলোচনা করেছি। গাজায় যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, একবিংশ শতাব্দীতে এটা মেনে নেওয়া যায় না। এর ফলে চীনের আরও সক্রিয় ভূমিকা আমরা প্রত্যাশা করি, সেটি তাকে জানিয়েছি।’

যে কোনো উপায়ে ব্রিকস এর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা তৈরির বিষয়ে বৈঠকে চীনের সহায়তা কামনার কথা বলেন হাছান মাহমুদ।

তিনি বলেন, “ব্রিকস এর যে কোনো ফরম্যাটে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয়, সেটি সদস্য দেশ বা অংশীদার দেশ, সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্তে যাই হোক না কেন- এটা নিয়ে আলোচনা করেছি। তাদের সমর্থন-সহায়তা কামনা করেছি।”

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.