ভারতে দুদিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাংবাদিকদের সামনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৪ জুন) এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত শুক্রবার নয়া দিল্লি যান শেখ হাসিনা, দেশে ফেরেন গতকাল রোববার। এই সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করেছে।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই সফরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চলাচল নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের কাছ থেকে রেল ট্রানজিট চায় ভারত।
ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের জানিয়েছেন পরীক্ষামূলকভাবে আগামী মাসেই বাংলাদেশ দিয়ে ভারতের রেল চলবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য আসেনি। রেল ট্রানজিটের শর্তগুলোও উঠে আসেনি।
তিস্তা প্রকল্পে অংশগ্রহণের প্রস্তাবও দিয়েছে প্রতিবেশী দেশটি।