দ্বাদশ সংসদ নির্বাচনে, চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে ‘৭৫-এর ১৫ আগস্টে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার সকাল ৭টায় স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে প্রাধনমন্ত্রী গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ২২২টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।