× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৪, ২২:৪১ পিএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৪, ২২:৪৩ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৩ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ১১টি আসনে জিতেছে জাতীয় পার্টি। তবে সবচেয়ে বড় চমক হলো স্বতন্ত্র প্রার্থীদের জয়। ৬২টি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। অন্যান্য দল থেকে নির্বাচিত হয়েছে তিনজন। 

১৪-দলীয় জোটের শরিকদের ৬টি আসন ছেড়েছিল আওয়ামী লীগ। এসব আসনে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ নিয়ে নির্বাচন করে শরিকেরা জয় পেয়েছে দুটি আসনে। এ ছাড়া কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাতঘড়ি)।

৩০০টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ভোট হয় ২৯৯টি আসনে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট গ্রহণ স্থগিত ছিল। দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম ফল ঘোষণা করেন। 

নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এবারের নির্বাচনে অংশ নেয় ২৮টি। আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ সরকারবিরোধী বেশ কিছু দল নির্বাচনে নেই। বিএনপির বর্জনে ২০১৪ সালের নির্বাচনে ১৫৩টি আসনে জয় পায় আওয়ামী লীগ ও তাদের মিত্ররা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.