× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

২২৩ আসনে জয়ী আওয়ামী লীগ, জাপা ১১, স্বতন্ত্র ৬২

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৪, ২২:২৫ পিএম । আপডেটঃ ০৮ জানুয়ারি ২০২৪, ০০:১৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ভরাডুবি হয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির। আওয়ামী লীগের কাছ থেকে ২৬ আসনে ছাড় পেলেও ১৫টিতে স্বতন্ত্রদের বিরুদ্ধে হেরেছে লাঙ্গল। জাপা চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরসহ অন্তত চারজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে সমঝোতার আসনে। ছাড়ের আসনের ১১টি বাদে আর কোথাও জিততে পারেনি লাঙ্গল। নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা ২৩৩ আসনের অধিকাংশে জামানত হারিয়েছেন লাঙ্গলের প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হলো স্বতন্ত্র প্রার্থী যাদের বেশিরভাগই আওয়ামী লীগের। অন্যান্য দল থেকে নির্বাচিত হয়েছে তিনজন। 

বিএনপিবিহীন নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে এবারের নির্বাচনে দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার উৎসাহ দিয়েছিল আওয়ামী লীগ। বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত কিংস পার্টি নামে পরিচিতি পাওয়া দলগুলোরও ভরাডুবি হয়েছে। কোথাও জিততে পারেননি তৃণমূল বিএনপি ও বিএনএমের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির দলছুট ১০ নেতার মধ্যে শুধু ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এসএকে একরামুজ্জামান জয়ী হয়েছেন।

জয় পেয়েছেন বিএনপি জোট ছেড়ে নির্বাচনে অংশ নেওয়া কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তিনি কক্সবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

অনিয়ম ঠেকাতে এবার প্রথমবারের মতো সকালে ব্যালট পাঠানো হয়েছে কেন্দ্রে। 

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনও বর্জন করেছিল বিএনপি। সেবার ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। তখন এটি নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এবার যাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী না হন, সেদিকে সতর্ক ছিল আওয়ামী লীগ। সর্বোচ্চ ২৬৬টি আসনে প্রার্থী দিয়েছিল দলটি। দ্বিতীয় সর্বোচ্চ ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল জাপা। তবে দলটির অন্তত ২১ প্রার্থী ঘোষণা দিয়ে সরে গেছেন। 

এবারের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ প্রার্থী দিয়েছিল হঠাৎ করে নিবন্ধন পেয়ে আলোচনায় আসা তৃণমূল বিএনপি। ১৩৫টি আসনে দলটির প্রার্থী ছিল। ১২২ আসনে প্রার্থী ছিল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)।

এদিকে বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা এসব পর্যবেক্ষক ভোটের শান্তিপূর্ণ পরিবেশেরও প্রশংসা করেছেন। তবে এসব পর্যবেক্ষকদের অনেকেই নিজ নিজ সরকারের প্রতিনিধিত্ব করছেন না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.