× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ধর্মমন্ত্রীর হারানো আইফোন মালয়েশিয়া থেকে উদ্ধার

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৫ জুন ২০২৪, ১২:২৫ পিএম । আপডেটঃ ০৫ জুন ২০২৪, ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ধর্মমন্ত্রী ফরিদুল হকের হারানো আইফোন মালয়েশিয়া থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও  জানান তিনি।

বুধবার (৫ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে, গত ৩০ এপ্রিল জামালপুরে একজনের জানাজায় গিয়ে বেহাত হয় ধর্মমন্ত্রীর মূল্যবান ফোনটি। চুরি হওয়ার পর বিভিন্নজনের হাত ঘুরে চলে যায় মালয়েশিয়া।  

সেটি ফিরে পেতে থানায় জিডি করেন। সেই জিডির সূত্র ধরে তদন্তে নামে ডিবি। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের হোতাসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। তারা হলো– জাকির হোসেন, মাসুদ শরীফ, জিয়াউল মোল্লা জিয়া, রাজীব খান মুন্না, আল আমিন মিয়া, আনোয়ার হোসেন ওরফে সোহেল, মো. রাসেল, খোকন আলী ও বিল্লাল হোসেন। তাদের মধ্যে জাকির একটি চক্রের হোতা।

ডিবিপ্রধান বলেন, জামালপুরে জানাজার সময় মন্ত্রীর পকেট থেকে আইফোনটি চুরি করে মুন্না। এর পর সেটি আসে রাসেলের কাছে। সে ৫০ হাজার টাকায় বিক্রি করে বোরহান নামে এক ব্যক্তির কাছে। এর পর সেটি কামরুজ্জামান হিরু নামে একজনের কাছে দেয় বোরহান। হিরু মোবাইল ফোনটি মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়। অভিযুক্তদের গ্রেপ্তারের পর চক্রের সদস্যরা মালয়েশিয়া থেকে আইফোনটি ফিরিয়ে আনে।

হারুন অর রশীদ বলেন, চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ ও ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বড় বড় আমলা, রাজনৈতিক নেতা ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন চুরি করে। সেগুলো জাকিরের কাছে জমা হয়। জাকির বাছাই করে দামি মোবাইল ফোন চক্রের বিদেশে অবস্থান করা সদস্যদের কাছে পাঠায়। বিশেষ করে ভারত, মালয়েশিয়া ও দুবাইতে পাঠানো হয়। পাচারের রুট হলো চট্টগ্রাম। কুরিয়ারের মাধ্যমে প্রথমে চট্টগ্রামের রিয়াজউদ্দিন মার্কেটে চক্রের একটি পক্ষের কাছে পাঠানো হয়। তারাই দেশ থেকে বিভিন্ন দেশে পাচার করে দেয়। তারা অন্তত ৮০টি দলে বিভক্ত হয়ে এ অপকর্ম চালায়। তারা এ পর্যন্ত অন্তত ১০ হাজার মোবাইল ফোন চুরি করেছে। তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.