× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জর্ডানে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত নূর-ই হেলাল

০৫ জুন ২০২৪, ০৯:২৭ এএম । আপডেটঃ ০৫ জুন ২০২৪, ০৯:২৭ এএম

ছবি: সংগৃহীত

নূর-ই হেলাল সাইফুর রহমানকে জর্ডানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তিনি বর্তমা‌নে দ‌ক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলা‌দে‌শের হাইক‌মিশনার হিসেবে নিয়োজিত আছেন। বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পেশাদার কূটনী‌তিক নূর-ই হেলাল বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তি‌নি বর্তমা‌নে দ‌ক্ষিণ আফ্রিকা ছাড়াও ব‌তসোয়ানা, না‌মিবিয়া জা‌ম্বিয়া, জিম্বাবু‌য়ে এবং লে‌স্তো‌তে সমদূরবর্তী হাইক‌মিশনা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন। তি‌নি পা‌কিস্তা‌নের করা‌চি‌ মিশ‌নে ডেপু‌টি হাইক‌মিশনা‌রের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। এছাড়া ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর এবং কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন প‌দে কাজ ক‌রে‌ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আফ্রিকা অনু‌বিভাগ ও জনকূটনী‌তি অনু‌বিভা‌গের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন নূর-ই হেলাল।

নূর-ই হেলাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তি‌নি সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের এমআইটির ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট প্রোগাম সম্পন্ন ক‌রে‌ছেন। নূর-ই হেলাল দুই সন্তা‌নের জনক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.