× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের এনডিএ জোটকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৫ জুন ২০২৪, ০৪:৫৮ এএম । আপডেটঃ ০৫ জুন ২০২৪, ০৪:৫৮ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যগরিষ্ঠ আসন পাওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনডিএ জোটকে অভিনন্দন জানান তি‌নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে। এনডিএ জোট ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। সে কারণে দুই দেশের মধ্যে  সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে। 

তিনি বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। ভারতে সংকট হলে সরকারি দলের সঙ্গে বিরোধী দল ভূমিকা রাখে। আমাদের এখানে বিরোধী দল কোনও ভূমিকা রাখে না।

তিস্তা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্ষমতায় আছে। তবে, রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে না। আমরা কাজ করি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তবে, পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে আমরা কাজ করব।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সফরে যাচ্ছেন। নির্বাচনের পর এই সফরে দ্বিপক্ষীয় বিষয়ে বিস্তৃত আলোচনা হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.