× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটকেন্দ্রে আগুন বিচ্ছিন্ন ঘটনা, বড় কোনো বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ এএম । আপডেটঃ ০৭ জানুয়ারি ২০২৪, ০১:৪৫ এএম

 শান্তিপূর্ণভাবে মানুষ ভোটকেন্দ্রে আসছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘মানুষ ভোট দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় যেসব ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। সার্বিক নির্বাচন ব্যবস্থাপনায় এটা বড় কোনো বিষয় নয়।’ রোববার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর মনিপুরীপাড়া বাচা স্কুলে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিরোধীদের ভোট বর্জনের আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা যেভাবে মানুষ হত্যা করেছে, এ দেশের মানুষ এসব চায় না। দেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে, সন্ত্রাস চায় না।’

কামাল আরও বলেন, ‘২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল। তখন তারা কিছু আসন পেয়েছিল। এবার তারা পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন অংশ নেয়নি। পরে নানান বাহানা, নানান দাবি নিয়ে নির্বাচন বর্জনের কৌশল নিয়েছে।’

ভোটার উপস্থিতি প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, ‘ঢাকার ভোটারদের মাইগ্রেশন হওয়ার কারণে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে। গণপরিবহন যেহেতু খোলা, তারা মাইগ্রেশন হলেও ভোটকেন্দ্রে আসবেন।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.