ফাইল ছবি
তৃতীয় ধাপে ৮৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ৮৩টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭১টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এর বাইরে দু’জন বিএনপি নেতা জিতেছেন। এ ছাড়া আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একজন, জাতীয় পার্টির তিনজন, বাংলাদেশ জাসদের একজন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) একজন এবং চারজন নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে বেশির ভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন।
নিচে বিভাগওয়ারি জয়ী চেয়ারম্যানদের নাম দেওয়া হলো–
ঢাকা বিভাগ: মানিকগঞ্জ সদরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ও সাটুরিয়ায় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহার আলী সাজু; ফরিদপুরের ভাঙ্গায় নির্দলীয় ও স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন-সমর্থক কাউসার ভূঁইয়া ও সদরপুরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম বাবুল; শরীয়তপুরের ডামুড্যায় ঢাকা মহানগরীর তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবদুর রশিদ গোলন্দাজ ও গোসাইরহাটে জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন; টাঙ্গাইল সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, দেলদুয়ারে জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় নির্দলীয় প্রার্থী ব্যারিস্টার সালমান শামস জিৎ, কিশোরগঞ্জের ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুল হাসান, তাড়াইল উপজেলা জাতীয় পার্টির নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের নেত্রী আছিয়া আলম, নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম এবং মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আওলাদ হোসেন মৃধা ও শ্রীনগরে কোলাপাড়া আওয়ামী লীগের সভাপতি এম মাহাবুব উল্লাহ কিসমত।
চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল করিম খান সাজু ও বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম; কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকলাক হায়দার, ব্রাহ্মণপাড়ায় কুমিল্লা-৫ আসনের এমপি এম এ জাহেরের ভাতিজা ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব, মুরাদনগরে কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আহসানুল আলম ও দেবিদ্বারে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছোট ভাই ও উত্তর জেলা যুবলীগের সদস্য মামুনুর রশিদ; ফেনীর সোনাগাজীতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সদরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল ও দাগনভূঞায় জেলা যুবলীগের লীগের সভাপতি দিদারুল কবির রতন; নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোলাম শরিফ চৌধুরী পিপলু; লক্ষ্মীপুর সদরে জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাউদ্দিন টিপু; চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, বোয়ালখালীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল হক, পটিয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও চন্দনাইশে নির্দলীয় জসিম উদ্দিন আহমেদ; কক্সবাজারের উখিয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, টেকনাফে স্থানীয় আওয়ামী লীগ নেতা জাফর আলম ও রামুতে সিরাজুল আলম ভুট্টু; খাগড়াছড়ির মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) বিমল কান্তি চাকমা এবং রাঙামাটির নানিয়ারচরে গিলাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অমর জীবন চাকমা ও লংগদুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল দাস।
রাজশাহী বিভাগ: বগুড়ার শাজাহানপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী সানু, সদরে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা; পাবনা সদরে সোহেল হাসান শাহীন, আটঘরিয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম ও ঈশ্বরদীতে এমদাদুল হক রানা সরকার; সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার প্রধান আসামি ও জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরু ও চৌহালীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন; নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমাদুর রহমান প্রামাণিক ও রাণীনগরে উপজেলা আওয়ামী লীগের সদস্য রাহিদ সরকার; রাজশাহীর পবায় জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাব্লু ও মোহনপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন বকুল।
খুলনা বিভাগ: যশোরের বাঘারপাড়ায় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এস এম আশরাফুল কবীর বিপুল ফারাজী ও অভয়নগরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান এবং সাতক্ষীরা সদরে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু ও কলারোয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লালটু।
রংপুর বিভাগ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তারুল ইসলাম, নীলফামারী সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, দিনাজপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকার, খানসামায় নির্দলীয় শহিদুজ্জামান শাহ ও চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, লালমনিরহাট সদরে আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সুজন, রংপুর সদরে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন ও গঙ্গাচড়ায় বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন; কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এজাহার আলী, ভূরুঙ্গামারীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকন ও নাগেশ্বরীতে জাতীয় পার্টির উপজেলা কমিটির সদস্য একেএম মুহিবুল হক খোকন।
সিলেট বিভাগ: সুনামগঞ্জের ছাতকে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম কিরণ ও দোয়ারাবাজারে উপজেলা আওয়ামী লীগ নেতা তানভীর আশরাফি চৌধুরী; সিলেটের বালাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, ফেঞ্চুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির ও বিয়ানীবাজারে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব; মৌলভীবাজারের কমলগঞ্জে স্থানীয় আওয়ামী লীগ নেতা বুলবুল আহমেদ এবং শ্রীমঙ্গলে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় এবং হবিগঞ্জ সদরে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাচ্ছিতুল ইসলাম, লাখাইয়ে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ ও শায়েস্তাগঞ্জে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ তালুকদার।
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঈশ্বরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বদরুল আলম প্রদীপ ও ত্রিশালে বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য আবদুল খালেকের ছেলে আনোয়ার সাদাত; জামালপুরের মেলান্দহে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি দিদার পাশা ও মাদারগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু এবং নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ ইকবাল ও মদনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ।
বিষয় : উপজেলা নির্বাচন নির্বাচন আওয়ামী লীগ
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh