× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিরক্ষাসচিব হলেন আশরাফ উদ্দিন

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৭ মে ২০২৪, ১২:১৫ পিএম । আপডেটঃ ২৭ মে ২০২৪, ১২:১৭ পিএম

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশরাফ উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আশরাফ উদ্দিন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টরের (সচিব) দায়িত্ব পালন করে আসছেন।

অপর দিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিপিএটিসির রেক্টর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের দায়িত্বে আছেন গোলাম মো. হাসিবুল আলম। চুক্তি ভিত্তিতে থাকা হাসিবুল আলমের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এ মাসে। এখন তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন মো. আশরাফ উদ্দিন।

এ নিয়ে চলতি মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, নির্বাচন কমিশন (ইসি) ও বাণিজ্যসচিবসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে নতুন মুখ এল। এ বছর আরও বেশ কয়েকজন সচিবের স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ফলে সচিব পদে আরও পরিবর্তন আসতে পারে। অবশ্য কোনো কোনো সচিব পদে কর্মকর্তারা চুক্তি ভিত্তিতে থাকতে পারেন বলেও আলোচনা আছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.