নবনির্বাচিত নিউজ ব্রডকাস্টার'স এলায়েন্সের সভাপতি সাকলায়েন রাসেল ও সম্পাদক রাইসুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বেসরকারি টেলিভিশন এবং রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার'স এলায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ) কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সাকলায়েন রাসেল ও সাধারণ সম্পাদক পদে রাইসুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর -রুনি মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত দিনভর ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
সংবাদ উপস্থাপকদের সভাপতি পদে এনবিএর বর্তমান নতুন সভাপতি মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার সাকলাইন রাসেল পেয়েছেন ১১৭ ভোট। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী বাংলা টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার জাবেদ কারদার পেয়েছেন ৬৮ ভোট। আর সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ও লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমীর (সিইও) রাইসুল হক চৌধুরী।
অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে ৩ জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের মোহাম্মদ ইমতিয়াজ, বৈশাখী টিভির চৌধুরী মেহের-এ-খোদা দীপ ও এনটিভির নাজনীন আহমেদ।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের শরীফ উল হক, এটিএন নিউজের বাবলী ইয়াসমিন ও এসএ টিভির রূপা নূর।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদকসহ ১২ টি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট নেয়া হয়নি। তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইনডিপেন্ডেন্ট টিভির মুজাহিদুল ইসলাম শিব্বির, কোষাধ্যক্ষ বাংলা ভিশনের নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আশিক তমাল, দপ্তর সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের মামুন উর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাই টিভির হাফিজ খন্দকার, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের রঞ্জু ইফতেখার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের মাহমুদুল হাসান জাহিদ, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের আতিকুর রহমান আতিক, আইন সম্পাদক আর টিভির পারভিন মিতু, মিডিয়া এন্ড কমিউনিকেশন সম্পাদক জিটিভির তায়িব অনন্ত নির্বাচিত হয়েছেন।
নিউজ ব্রডকাস্টার'স এলায়েন্সের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী ন্যাশনাল ট্রিবিউনকে বলেন, ২০১১ সালে যাত্রা শুরু হয় এনবিএ'র। প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের দক্ষতা উন্নয়নে কর্মশালা, স্বাস্থ্য, শিক্ষাসহ নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে সংগঠনটি। এর বাইরে এতিমখানার শিশু, বন্যা দুর্গত ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সহায়তা ও বিভিন্ন সময়ে এগিয়ে এসেছে এনবিএ।
তিনি আরও বলেন, এনবিএ সংগঠনের সদস্যরা সবাই মিলে ‘২০২৬ সালের মধ্যে আমরা আমাদের সংগঠনকে সবচেয়ে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ ও বিশ্বস্ত হিসেবে আরো শক্তিশালী সংগঠন গড়ে তুলবো বলে তিনি জানান। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ৭১ টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার মাহবুব হাসান।
বিষয় : বেসরকারি টেলিভিশন এনবিএ নতুন কমিটি
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh