× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেপরোয়া গতিতে পুলিশ বক্সে ঢুকে গেল বাস, এসআই আহত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৪ মে ২০২৪, ০৫:৫১ এএম । আপডেটঃ ২৪ মে ২০২৪, ০৫:৫২ এএম

প্রতীকী ছবি

রাজধানীর মৎস্য ভবন এলাকায় শিখর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। এতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে শাহবাগ থানা–পুলিশ।

পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্স ভেঙে বাসটি ভেতরে ঢুকে যায়। বাসের ধাক্কায় এসআই মো. রেজওয়ান আহত হন। ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান চালক।

শাহবাগ থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, এ ঘটনায় একজন এসআইয়ের ঠোঁট কেটে গেছে। তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, রেজওয়ান মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) এসআই হিসেবে কর্মরত।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.