× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোট দিতে কোনো চাপ দেওয়া হচ্ছে না: কূটনীতিকদের সিইসি

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৩০ এএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ এএম

দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের ভূমিকা ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘ভোট দিতে কোনো ধরনের চাপ দেওয়া হচ্ছে না।’ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

কূটনীতিকদের সিইসি বলেন, ‘ভোটারদের ভোট দিতে আসার জন্য বোঝানো হচ্ছে।’

এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশ ও সার্বিক প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি গণমাধ্যমকে বলেন, নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতির কথা শুনেছি। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি না- জানতে চাইলে তিনি বলেন, নো কমেন্টস।

এদিকে বৈঠক শেষে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আশা করি সফল নির্বাচন হবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য হবে মাইলফলক।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.