× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যেখানেই অনিয়ম, সেখানেই অ্যাকশন: ইসি রাশেদা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ এএম । আপডেটঃ ০৩ জানুয়ারি ২০২৪, ০৫:২১ এএম

নির্বাচনের মাঠ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, ‘যেখান থেকেই অনিয়মের অভিযোগ আসবে, সেখানেই তাৎক্ষণিক অ্যাকশন নেওয়া হবে।’ বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটকালীন নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

রাশেদা সুলতানা বলেন, ‘কোনো অনিয়ম পেলে আপনারা (সাংবাদিক) ছবি তুলবেন। প্রমাণ দেবেন। আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবো।  ইতোমধ্যে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটেছে। এর আগে গাইবান্ধায় ভোটও বন্ধ করেছি।’

এই ইসি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে আজ থেকে সেনাবাহিনীকে নামানো হয়েছে। শুধু সেনাবাহিনী নয়, আমাদের যত বাহিনী আছে সবই এখন সুশৃঙ্খল ও উন্নত হয়েছে।’ তিনি বলেন, ‘ভোট উৎসবমুখর ও সুন্দর হবে, এটা আমি বলতে পারি। এবারের নির্বাচনে কোনো বিতর্ক তৈরি হোক, সেটা চাই না। জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন করা আমাদের নৈতিক দায়িত্ব।’

কেন্দ্রে ভোটারের উপস্থিতি নিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে আনার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। বিভিন্ন মাধ্যমে প্রচার করে যাচ্ছি। ভোটাররা না থাকলে নির্বাচন নিষ্প্রাণ হয়ে যাবে। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে যেসব তথ্য পাচ্ছি তাতে আমরা আশাবাদী ভোটকেন্দ্রে অনেক ভোটার আসবে।’

বিএনপির নির্বাচনে না আসার বিষয়ে রাশেদা সুলতানা বলেন, ‘দলগুলোর জন্য ভোটে আসা না আসা তাদের স্বাধীন ইচ্ছা। কিন্তু সেজন্য তো ভোট থেমে থাকবে না। আর ভোটকে কোনোভাবে প্রতিহত করা যাবে না এবং কোনো নাশকতামূলক কাজ করা যাবে না। এগুলো যদি তারা করে, তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি যথাযথ পদক্ষেপ নেবে।’

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.