চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানব পাচার আইনে মিরপুর থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) সকালে এম রাকিব নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি মুন্সী ছাব্বির আহম্মদ। তিনি জানান, মিল্টনের বিরুদ্ধে একটি মানব পাচার আইনে মামলা হয়েছে। একমাত্র তাকেই আসামি করা হয়েছে।
এর আগে ভোর সাড়ে চারটায় তার বিরুদ্ধে মৃত ব্যক্তির সনদ জালিয়াতির মামলা হয়। মামলাটি করেন ডিবির মিরপুর জোনাল টিমের এসআই কামাল পাশা। তিনি মামলায় অভিযোগ করেছেন, মিল্টন জাল সনদ তৈরি করে তা খাঁটি হিসেবে দাবি করতেন।