অগণিত অভিযোগে আটক হওয়া মিল্টন সমাদ্দারের 'চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার' এখন ভিন্ন রূপ ধারণ করেছে। আশ্রমের ভেতরে বাইরে সুনসান নিরবতা বিরাজ করছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর দক্ষিণ পাইকপাড়া এলাকায় অবস্থিত মিল্টন সমাদ্দারের আশ্রম এলাকা ঘুরে দেখা যায়, ভবনের মূল ফটক বন্ধ।
দায়িত্বরত নিরাপত্তাকর্মী মনির হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আশ্রমের ভেতরে যেনো কেউ প্রবেশ না করে। তাই গণমাধ্যমকর্মীদেরও এখন প্রবেশাধিকার নেই। এই কর্মী আরও জানান, মিল্টন আটক থাকলেও আশ্রমের ২০ জন বৃদ্ধকে সকালের নাস্তা দেওয়া হয়েছে৷ দুপুরের খাবারও পেয়েছেন দুপুর একটায়৷
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃদ্ধাশ্রমটিতে নিয়মিত যাতায়াত ছিল, এমন ব্যক্তিরা এখন আর এদিকে ভিড়ছেন না। স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, আগে তো অনেক লোক আসতো। গতকাল রাত থেকে তেমন কেউ আসে নাই। আগে দেখতাম সিএনজি দিয়া লোকজন আসতো। বাবা-মাকে দেখার জন্য।