× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিল্টন সমাদ্দারের আশ্রমে সুনসান নিরবতা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০২ মে ২০২৪, ০৫:৪৩ এএম । আপডেটঃ ০২ মে ২০২৪, ১৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

অগণিত অভিযোগে আটক হওয়া মিল্টন সমাদ্দারের 'চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার' এখন ভিন্ন রূপ ধারণ করেছে। আশ্রমের ভেতরে বাইরে সুনসান নিরবতা বিরাজ করছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে রাজধানীর দক্ষিণ পাইকপাড়া এলাকায় অবস্থিত মিল্টন সমাদ্দারের আশ্রম এলাকা ঘুরে দেখা যায়, ভবনের মূল ফটক বন্ধ। 

দায়িত্বরত নিরাপত্তাকর্মী মনির হোসেন জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, আশ্রমের ভেতরে যেনো কেউ প্রবেশ না করে। তাই গণমাধ্যমকর্মীদেরও এখন প্রবেশাধিকার নেই। এই কর্মী আরও জানান, মিল্টন আটক থাকলেও আশ্রমের ২০ জন বৃদ্ধকে সকালের নাস্তা দেওয়া হয়েছে৷ দুপুরের খাবারও পেয়েছেন দুপুর একটায়৷ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃদ্ধাশ্রমটিতে নিয়মিত যাতায়াত ছিল, এমন ব্যক্তিরা এখন আর এদিকে ভিড়ছেন না।  স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, আগে তো অনেক লোক আসতো। গতকাল রাত থেকে তেমন কেউ আসে নাই। আগে দেখতাম সিএনজি দিয়া লোকজন আসতো। বাবা-মাকে দেখার জন্য।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.