ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা।
ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কলাবাগানের বশির উদ্দিন রোডে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের নেতারা আলোচনায় অংশ নেন।
বক্তরা বলেন, ঐতিহাসিক ১৭ এপ্রিল রাষ্ট্রের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকে তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা লাভের লক্ষে অদম্য স্পৃহায় মরণপণ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানানো হয়। মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার দু’ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী বোমাবর্ষণ ও আক্রমণ চালিয়ে মেহেরপুর দখল করে। ফলে বাংলাদেশের সরকার ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেখান থেকে কার্যক্রম চালাতে থাকে৷
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য কামাল উদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু পরিষদে ক্ষমতা কুক্ষিগত করে রাখার ক্ষমতা কারও নাই। কীভাবে কমিটি গঠন করতে হবে গঠনতন্ত্রে দেওয়া আছে। নতুন কমিটি করতে হলে জেনারেল মিটিং করে পাস করতে হবে। তারপর কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি তৈরি করতে হবে। রাতের আধারের কোনো কমিটি বঙ্গবন্ধু পরিষদের নেতারা মেনে নেবে না। বঙ্গবন্ধু পরিষদ একটি আন্তর্জাতিক সংগঠন। বঙ্গবন্ধু পরিষদের গঠনতন্ত্র সমুন্নত থাকবে। তিনি মহানগর কমিটির নেতাদের উদ্দেশে বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। অগঠনতান্ত্রিকভাবে গঠিত কোনো কমিটিকে আমরা মেনে নেব না।
আলোচনার সভার প্রধান বক্তা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, যে আম্রকাননে স্বাধীনতা অস্তমিত হয়েছিল সেখান থেকে স্বাধীনতার বিজয় হয়েছিল। ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র অনুসারে ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। কারণ ঘোষণাপত্রে লেখা হয়েছে- ‘আমাদের এই স্বাধীনতার ঘোষণা ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে কার্যকর বলে গণ্য হবে।’
তিনি বলেন, ঘোষণাপত্রের একটি তাৎপর্যপূর্ণ দিক হলো- বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণাকে স্বীকৃতি এবং তাঁকে রাষ্ট্রপ্রধান হিসেবে অভিহিত করা। সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, গঠনতান্ত্রিকভাবে ঢাকায় একটিই কমিটি। একে ভাগ করার কোনো সুযোগ নাই।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমাদের মিথ্যাচারের মোকাবিলা করতে হবে সত্য দ্বারা। এজন্য মহানগর কমিটির নেতাদের দায়িত্ব নিতে হবে।
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল বলেন, বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের যোগ্য নেতৃত্ব ও দিক-নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়। এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন। এই বিষয়গুলো নতুন প্রজন্মের জানা উচিত৷ তাই এই সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন খুবই প্রাসঙ্গিক এবং আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মহিউদ্দিন মাহী, মিজান ইবনে হোসেন, এড স্বপন, নূরল ইসলাম বিজন, ডা. বেলায়েত হোসেন খান, এম. মনসুর আলী, হারুন উর রশিদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, সালাউদ্দিন আল আজাদ, ওয়াদুজ্জামান মিন্টু, নির্মল বিশ্বাস, প্রফেসর ডা. বেলায়েত হোসেন খাঁন, এম মনসুর আলী, মো. হারুন উর রশিদ, হাজী মো. দেলোয়ার হোসেন, সালাউদ্দিন সিদ্দিক, সালাউদ্দিন আল আজাদ, কে এম সিদ্দিকুজ্জামান, সঞ্জিব কুমার রায়, মাহতাব আলী রাশেদী, এস. এম. ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, লায়ন শোয়েব উদ্দিন সোহেল, আফসা আহমেদ সানু, ফেরদৌস বিপ্লব, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আবদুল্লাহ আল আমিন রঞ্জন, কৃষিবিদ নাসির উদ্দিন আহম্মেদ, মনিরুল ইসলাম খান, ডা. মো. কামরুল ইসলাম খান (ইমন), নীতিশ সরকার, প্রকৌশলী মোহাম্মদ আওয়াল হোসেন, শেখ মো. ফারুক শাহ, কাজী সাইফুর রহমান, নাহিদ হোসেন,এ ডি সুজাউদ্দিন, কাজী কামরুজ্জামান, মো. মশিউর রহমান, শওকত আকবর, জসিম উদ্দিন টুটুল, ইমরান খান নাহিদ, সুদেব কুমার দেবু, আফতাফ হোসেন মুন, সৈয়দ জামাল, আফজাল হোসেন, অধ্যাপক অলিউর রহমান, মনির উদ্দিন আহমেদ ভূইয়া, মো. নজরুল ইসলাম প্রমুখ৷
বিষয় : বঙ্গবন্ধু পরিষদ আলোচনা সভা
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh