জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী (১ থেকে ৭ জানুয়ারি )পর্যন্ত সর্বোচ্চ আদালতসহ সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আজ বুধবার (২৭ ডিসেম্বর )দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২০২৪ সালের (১ থেকে ৭ জানুয়ারি )পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, জেলা আদালত, দায়রা আদালতসহ সব আদালত বর্জন করা হবে।
সরকার বা সরকারের কোনো অনুচরের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করতে দেশের আইনজীবী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন কায়সার কামাল। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৮ অক্টোবরের পর থেকে আজ পর্যন্ত সরকার গণতন্ত্রকামী ২৩ হাজার ৪৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।