টানা কয়েকদিন ধরেই দূষিত শহরের তালিকায় ২য় স্থানে রয়েছে ঢাকা। বুধবার (২৭ ডিসেম্বর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৬ মিনিটে সূচক অনুযায়ী রাজধানী ঢাকা অবস্থান করছে ২ নম্বরে। ১ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। ৩ ও ৪ নম্বরে যথাক্রমে ভারতের কলকাতা ও দিল্লি, ৫ নম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর, ৬ নম্বরে ভিয়েতনামের হ্যানয় এবং ৭ নম্বরে পাকিস্তানের করাচি অবস্থান করছে। এছাড়া চীনের চেংড়ু ৮, আফগানিস্তানের কাবুল ৯ নম্বরে এবং চীনের শেনইয়াং ১০ নম্বরে আছে।
তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বাতাসের মানের স্কোর হচ্ছে ২৫৫ অর্থাৎ এখানকার বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে আছে। ১ নম্বরে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৩০৬ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’। সেই সঙ্গে সূচকে ভারতের কলকাতা ও দিল্লির স্কোর যথাক্রমে ২২৪ ও ২০৯। ভিয়েতনামের হ্যানয়, পাকিস্তানের করাচি, চীনের চেংড়ু, আফগানিস্তানের কাবুল ও চীনের শেনইয়াংয়ের স্কোর যথাক্রমে ১৯৭, ১৯২, ১৮৮, ১৭৮ ও ১৭৬।