মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের বিলিয়নিয়ারদের যে তালিকা প্রকাশ করেছে তাতে একমাত্র বাংলাদেশি হিসেবে উঠে এসেছেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। ফোর্বসের তালিকা অনুযায়ী, বিশ্বের ৭৮টি দেশে বিলিয়নিয়ার বা শতকোটি ডলারের মালিকের সংখ্যা ২ হাজার ৭৮১ জনে। এর মধ্যে ২ হাজার ৫৪৫তম স্থানে রয়েছেন আজিজ খান।
ফোর্বসের তথ্য অনুসারে, আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা। তার মোট সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ১০০ কোটি টাকার সমান। এর আগে তিনি সিঙ্গাপুরের ৪১তম ধনী ব্যক্তি হিসেবে জায়গা করে নিয়েছিলেন।
ফোর্বসে ওয়েবসাইটে আজিজ খান বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশি এ ব্যবসায়ী বর্তমানে সিঙ্গাপুরে ব্যবসা ও বসবাস দুটোই করছেন। তিনি সামিট গ্রুপের চেয়ারম্যান। এ গ্রুপের অধীন কোম্পানিগুলো মূলত বিদ্যুৎ, জ্বালানি, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েল এস্টেট খাতে ব্যবসা করছে।
এদিকে ফোবর্সের তালিকায় ২০২৪ সালে বিশ্বের শীর্ষ ধনীর তালিকার এক নম্বরে রয়েছেন ফ্রান্সের ফ্যাশন ও রিটেইল ব্যবসায়ী বার্নাড অ্যান্ড আরন্ডল পরিবার। যাদের মোট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩৩ বিলিয়ন ডলার, যা গত বছর ছিল ২১১ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে আছেন টেসলা ও স্পেস এক্সের মালিক যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ইলন মাস্ক। শীর্ষ ই-কমার্স সাইট অ্যামাজনের মালিক যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জেফ বেজোস ১৯৪ বিলিয়ন ডলারের সম্পদ মূল্য নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ১৭৭ বিলিয়ন ডলারের সম্পদ মূল্য নিয়ে রয়েছেন চতুর্থ অবস্থানে।
বিনিয়োগ গুরু হিসেবে পরিচিত ওয়ারেন বাফেটের অবস্থান ১৩৩ বিলিয়ন ডলার নিয়ে ষষ্ঠ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের অবস্থান ১২৮ বিলিয়ন ডলার নিয়ে সপ্তম অবস্থানে।
ভারতের আলোচিত ব্যবসায়ী মুকেশ আম্বানি বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারের তালিকায় ৯-এ অবস্থান করছেন। এ বছর তাঁর সম্পদ মূল্য বেড়ে ১১৬ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।