ভুটানের রাজা জিগমে খেসার নাময়িগেল ওয়াংচুক কুড়িগ্রাম যাচ্ছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় স্ত্রী জেৎসুন পেমাসহ ১৪ জন সফর সঙ্গী নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতণের পর সড়ক পথে এসে দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সার্কিট হাউজে পৌঁছাবেন তিনি।
সেখানে ধরলার পাড়ের কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নির্ধারিত জায়গা পরিদর্শন করবেন। এরপর সেখানে দুপুরের ভোজ সেরে দেড়টায় অর্থনৈতিক অঞ্চলের জায়গা পরিদর্শন শেষে সড়ক পথে সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে নিজ দেশে যাবেন ভুটানের রাজা।
এদিকে ভুটানের রাজার কুড়িগ্রাম সফরের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ও ব্যবসায়ীরা। রাজাকে বরণে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল আরীফ জানান, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত জায়গায় ১৫ মিনিট অবস্থান করবেন ভুটানের রাজা। তারপর সড়ক পথে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত হয়ে ভুটানে যাবেন। রাজার আগমনে সব ধরনের প্রস্তুতির নেওয়া হয়েছে।