বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক।
সম্প্রতিক বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিককে দেশটির জাতীয় নিরাপত্তা শিক্ষা পরিষদ বা ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন বোর্ডের (এনএসইবি) সদস্য হিসেবে নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।এনএসইবি’র ১৪ সদস্যের একজন হিসেবে তিনি এ মনোনয়ন পান।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় হোয়াইট হাউস।
বিবৃতিতে বলা হয়, এনএসইবি ন্যাশনাল সিকিউরিটি এডুকেশন প্রোগ্রামের জন্য কৌশলগত দিকনির্দেশনা ও তদারকি করে থাকে। এই বোর্ড ডেভিড এল. বোরেন স্কলারশিপ ও ফেলোশিপসহ একাধিক বৃত্তি ও পুরস্কার দেয়। বিদেশি সংস্কৃতি ও ভাষা কার্যকরভাবে বোঝা ও যোগাযোগ তৈরিতে জাতীয় সক্ষমতা বাড়ায় এ ১৪ সদস্যের এ বোর্ড।
এনএসইবি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন থার্ড। আর স্থায়ী সদস্যরা হলেন- পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক এবং ন্যাশনাল এনডাউমেন্ট ফর দ্য হিউম্যানিটিজের চেয়ারপারসন।
তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নাগরিক হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মেয়াদকালে ফিজি, নাউরু, টঙ্গা ও টুভ্যালুতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পান। তবে সিনেটর টেড কেনেডির হাত ধরেই মার্কিন রাজনীতিতে যুক্ত হন তিনি। গত নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী দলের এশিয়া-বিষয়ক প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ওসমান সিদ্দিক। এছাড়া সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা হাওয়াই অঙ্গরাজ্যের ইস্ট ওয়েস্ট সেন্টারের বোর্ড অব গভর্নরসের ট্রাস্টি সদস্যও ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষার্থী ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। ওসমান সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম ওসমান গণির ছেলে। তিনি বিএনপি সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছোট ভাই। তাঁর আরেক ভাই ওসমান ইউসুফ ব্যবসায়ী ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির সদস্য। বর্তমানে স্ত্রী ক্যাথিরিনকে নিয়ে ভার্জিনিয়াতে বসবাস করছেন কিশোরগঞ্জের সন্তান ওসমান সিদ্দিক।
এম. ওসমান সিদ্দিক সুনামের সঙ্গে দীর্ঘ ২৫ বছর ব্যবসা করেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রধান সরকারী হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বিষয় : এনএসইবি সাবেক মার্কিন রাষ্ট্রদূত
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh