× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁদাবাজি বন্ধ সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে: ওবায়দুল কাদের

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২১ মার্চ ২০২৪, ০৫:১১ এএম । আপডেটঃ ২১ মার্চ ২০২৪, ০৬:১১ এএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরিবহনখাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয় বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়, নিয়ন্ত্রণ করতে হবে। দুর্নীতি পৃথিবীর কোথায় হচ্ছে না?  আমেরিকাতেও হচ্ছে না? চাঁদাবাজি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, আজ প্রধানমন্ত্রীকেও এ নিয়ে বলতে হচ্ছে। চাঁদাবাজির প্রভাব দ্রব্যমূল্যে পড়ে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সড়ক পরিবহন কার্যালয়ে ঈদ প্রস্তুতি সভায় এসব কথা বলেছেন ওবায়দুল কাদের। এতে পুলিশপ্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, পরিবহন নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঈদে কিছুটা যানজট হবে। একদম যানজট মুক্ত দাবি করা সমীচীন নয়। হাইওয়ে পুলিশের সক্ষমতা আরও বাড়াতে হবে। হাইওয়ে পুলিশ ও বিআরটিএর সক্ষমতা বাড়াতে না পারলে কোনো ভালো সিদ্ধান্ত কার্যকর হবে না। উত্তরবঙ্গের প্রবেশপথ এবং গাজীপুর ঠিক থাকলে, ঈদযাত্রার সব ঠিক থাকবে। হানিফ ফ্লাইওভার থেকে ঢাকায় নির্বিঘ্নে প্রবেশের ব্যবস্থা করতে হবে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.