× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে আইরিশ মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৮ মার্চ ২০২৪, ০১:০৯ এএম । আপডেটঃ ১৮ মার্চ ২০২৪, ০৪:৪৪ এএম

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আয়ারল্যান্ডের এন্টারপ্রাইজ, বাণিজ্য ও কর্মসংস্থানমন্ত্রী সাইমন কোভেনি। ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

সোমবার (১৮ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানান আইরিশ মন্ত্রী।

বঙ্গবন্ধুর প্রতিকৃ‌তিতে শ্রদ্ধা জানিয়ে ১৯৭৫ সালে নিহতদের স্মরণে এক মি‌নিট নিরবতা পালন করেন আইরিশ মন্ত্রী। পরে তি‌নি বঙ্গবন্ধু স্মৃ‌তি জাদুঘর প‌রিদর্শন করেন এবং  সেখানে থাকা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

দুই দিনের সফরে আইরিশ মন্ত্রী সাইমন রোববার বিকেলে ঢাকায় আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সোমবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আইরিশ মন্ত্রী। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকা সফরে তিনি আয়ারল্যান্ডের জাতীয় দিবস এবং বাংলাদেশে আয়ারল্যান্ডের অনারারি কনস্যুলেটর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.