× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা ও ইফতার

১৭ মার্চ ২০২৪, ১১:২২ এএম । আপডেটঃ ১৭ মার্চ ২০২৪, ১৩:৩০ পিএম

ছবি: ন্যাশনাল ট্রিবিউন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ মার্চ) দুপুর ৩টায় ধানমন্ডির স্টার হোটেল এন্ড কাবাবে আলোচনা সভা শুরু হয়৷ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা, নাট্য নির্দেশক, লেখক ও কবি ২১শে পদক ও স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মঞ্চসারথি আতাউর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, মহানগর কমিটির উপদেষ্টা মন্ডলের সদস্য, প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সঞ্চালনা করেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল৷ আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিলেন নগর কমিটির সহ-সভাপতি  ড. এ কে এম নুরুজ্জামান৷ 

আতাউর রহমান বলেন, বঙ্গবন্ধুর হৃদয়জুড়ে ছিল মানুষ। তিনি চেয়েছিলেন মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ। যে শক্তির জাগরণে মানুষ উত্তীর্ণ হয় পূর্ণতার দিকে। সুপ্ত-নিদ্রিত মানুষকে জাগিয়ে, আত্মবিশ্বাসে বলীয়ান করে স্বাধীন করেছেন বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বেঁচে থাকলে অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বাংলাদেশ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন এম মনসুর আলী, প্রফেসর ড. সামছুদ্দিন ইলিয়াস,  লায়ন হামিদুল আলম সখা, মো. হারুন উর রশিদ, বিনয় ভূষন তালুকদার, সালাউদ্দিন আল আজাদ, কে এম সিদ্দিকুজ্জামান, সঞ্জিব কুমার রায়, হিরেন পন্ডিত, এস. এম. ওয়াহিদুজ্জামান (মিন্টু), নির্মল বিশ্বাস, লায়ন শোয়েব উদ্দিন সোহেল, আফসা আহমেদ সানু, মোহাম্মদ মাজহারুল ইসলাম, আবদুল্লাহ আল আমিন রঞ্জন, মো. আজিবুর রহমান রাজিব, প্রকৌশলী মো. জুয়েল, এ কে এম ওবায়দুর রহমান, রায়হান কবির, মোহাম্মদ আনিসুর রহমান (আনিস মোহম্মদ), সাইফুজ্জামান মিন্টু, ডা. মো. কামরুল ইসলাম খান (ইমন),নীতিশ সরকার, হাবিবুর রহমান, মাসুম বিল্লাহ, শাহনাজ পারভীন এলিস, মো. নুরুল আনোয়ার ফারুকী, কৃষিবিদ নূর ইসলাম, কাউসার আহমেদ কৌশিক, মোহাম্মদ আওয়াল হোসেন, রেদওয়ান রাহার প্রামানিক, কাজী সাইফুর রহমান, মো. মশিউর রহমান, প্রকৌশলী এনামুল হক, নাহিদ হোসেন, মো. জামিল হোসেন, মো. কামরুল হোসেন কল্পন,হাম্মাদ আলী জোহান, আশরাফুল আলম (আশরাফ), মো. জাকির হোসেন, পারভিন আক্তার নিলা,  রাজিব আহম্মেদ সরদার, আরিফ আবেদীন, লিপন মন্ডল, সাইফুল আলম তুষার, শওকত আকবর, এস এম শামীম আহমেদ, সৈয়দ জামাল, মোঃ মনির হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ রুবেল, শেখ জসিম আহমেদ টুটুল, মোঃ কামরুজ্জামান, আসমা সরোয়ার প্রমুখ৷ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পাঠ করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন৷ 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর মতো নেতার জন্মগ্রহণ হয়েছে বলেই বাংলাদেশ নামক একটি দেশের সৃষ্টি হয়েছে। না হয় বাঙালি জাতি এখনো পরাধীন হয়ে থাকতো।  শত প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মী  বুকের মধ্যে সযত্নে বঙ্গবন্ধুকে লালন করে। আসলে বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তাঁর মৃত্যু নেই।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.