জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনের ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির সাবেক এমপি মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। ৭ জানুয়ারির নির্বাচনে এ আসনে তিনি ট্রাক প্রতীকে পরাজিত হন।
বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রোববার দুপুরে কটিয়াদীতে আখতারুজ্জামান প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের জন্য টাঙানো ব্যানারে প্রধান অতিথি এ আসনের বর্তমান স্বতন্ত্র এমপি পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি রাখা হয়েছে এ আসনে নৌকা নিয়ে পরাজিত বঙ্গবন্ধু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহার আকন্দ, কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশতাকুর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ও কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলনকে।
মেজর আখতারুজ্জামান বলেন, ‘সবাইকে দাওয়াত দিয়েছি, আশা করছি তারা আসবেন।’
এমপি সোহরাব কল রিসিভ করেননি। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন বলেন, ‘ঢাকা থেকে আসা পাকুন্দিয়া ইকোনমিক জোনের কর্মকর্তাদের নিয়ে এমপি ব্যস্ত। তবে তিনি আখতারুজ্জামানের অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছেন।’
ডা. মুশতাক থাকবেন এবং শওকত উসমান জানান, এমপি গেলে তিনিও যাবেন। তবে ঢাকায় অবস্থান করায় আবদুল কাহার আকন্দ এবং দাওয়াত পেলেও বিশেষ কারণে থাকতে পারবেন না সাবেক এমপি নূর মোহাম্মদ।
এ ব্যাপারে জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা বলেন, ‘আখতারুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি কী করছেন, তা নিয়ে মাথাব্যথা নেই।’