× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তরায় কাঁচাবাজারে অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে সক্ষম ৯টি ইউনিট

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১১ মার্চ ২০২৪, ২২:১৪ পিএম । আপডেটঃ ১১ মার্চ ২০২৪, ২২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ফায়ারের নয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 

মঙ্গলবার (১২ মার্চ) মধ্যরাত ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের অফিসার তালহা বিন জসিম জানান, রাত ২টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে ৯টি ইউনিট দ্রুত ছুটে যায় এবং তারা ৪০ মিনিট ধরে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তারা। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.