রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় ফায়ারের নয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মঙ্গলবার (১২ মার্চ) মধ্যরাত ২টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের অফিসার তালহা বিন জসিম জানান, রাত ২টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে উত্তরা, টঙ্গী, কুর্মিটোলা ও পল্লবী ফায়ার স্টেশন থেকে ৯টি ইউনিট দ্রুত ছুটে যায় এবং তারা ৪০ মিনিট ধরে কাজ করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন তারা। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।