× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনা শুরু

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৯ মার্চ ২০২৪, ০৪:০২ এএম । আপডেটঃ ০৯ মার্চ ২০২৪, ০৬:১৯ এএম

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের দুই দিনব্যাপী নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে এ ভোট গণনা শুরু হয়।

সমিতির নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। গতকাল শুক্রবার ভোরে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল ও হাতাহাতির পর তা স্থগিত হয়ে যায়।

নির্বাচনে ভোট গ্রহণ গত বৃহস্পতিবার সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে শেষ হয়। তবে ওই দিন রাতে ভোট গণনা নিয়ে গতকাল শুক্রবার ভোরে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ভোট গণনা আর হয়নি। ব্যালট সিলগালা অবস্থায় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে বলে গতকাল জানিয়েছেন নির্বাচন পরিচালনাসংক্রান্ত উপকমিটির আহ্বায়ক।

এই নির্বাচনে গত বুধ ও বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতেই ভোট গণনা করা হবে কি না- এ নিয়ে গতকাল ভোরে আইনজীবী সমিতি মিলনায়তনে কয়েকজন প্রার্থীর মধ্যে বাদানুবাদ, হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। এতে সহকারী অ্যাটর্নি জেনারেল এস আর সিদ্দিকী সাইফসহ কয়েকজন আইনজীবী আহত হন।

এস আর সিদ্দিকী সাইফকে হত্যাচেষ্টা মামলায় গতকাল শুক্রবার রাতেই ওসমান চৌধুরী নামের একজন আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া এস আর সিদ্দিকীকে হত্যাচেষ্টা মামলায় চারজনকে গুলশান থেকে আটক করা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.