× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৮ মার্চ ২০২৪, ০৮:৫২ এএম । আপডেটঃ ০৮ মার্চ ২০২৪, ০৮:৫৪ এএম

ছবি: সংগৃহীত

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৪’ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে নারীর অবদানের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা দেওয়া হয়।

শুক্রবার অর্থকন্ঠ ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের আয়োজনে রাজধানীর শেরাটন হোটেলে স্বপ্নজয়ী নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এতে ড. সাদেকা হালিমসহ ৩০ জন উদ্যোক্তা ও পেশাজীবি নারীকে এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. দীপু মনি সবার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

সম্মাননা অনুষ্ঠানটি ঐতিহাসিক ৭ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারের মাধ্যমে শুরু হয়। এরপর বাংলাদেশের অর্থনীতিতে নারীর অবদানের ঐতিহাসিক প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠান হয়। 

এতে বক্তব্য রাখেন, বিজনেস আমেরিকা ম্যাগাজিনের প্রধান সম্পাদক রোকেয়া হায়দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, সাংবাদিক, সমাজ কর্মী ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, গণসাক্ষরতা অভিযান নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীসজ আরও অনেকে।

এছাড়া অনুষ্ঠানে দেশ বিদেশে কাজ করে সমাজের অগ্রগতিতে অবদান রাখছেন এরকম ১০০ জন সফল নারীর গল্প তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে বিজনেস আমেরিকা ম্যাগাজিন। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.