× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখার অধিকার কারও নেই: প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি

২০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৯ এএম । আপডেটঃ ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ এএম

ভোট জনগণের সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জনগণ তাদের ভোট দেবে। ভোটে বাধা দেওয়ার অধিকার কারও নেই।’ বুধবার (২০ ডিসেম্বর)  সিলেটে হজরত শাহজালাল(র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  

৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ মেনে নেবে না। কেউ এটা করলে, একদিন দেশের জনগণই তাদের ছুড়ে ফেলবে, এটাই বাস্তবতা।’

শেখ হাসিনা বলেন, ‘মানুষ হত্যার সঙ্গে জড়িতদের প্রতি কোনো করুণা দেখানো হবে না। আমাদের অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত চক্র নির্বাচন বানচাল এবং আগামী নির্বাচনে জনগণকে ভোট দিতে নিরুৎসাহিত করতে চাইলেও মানুষ নির্বাচন ও ভোটের পক্ষে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখনই সরকারে আসে তখনই জনগণের কল্যাণ করে। আওয়ামী লীগ সরকার একে একে জনগণের সকল মৌলিক চাহিদাগুলো পূরণ করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘‘৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ‘নৌকা’ প্রতীকে ভোট দিলে এবং আমরা যদি আবার সরকার গঠন করতে পারি, তাহলে জনগণের বাদ বাকি চাহিদাগুলোও পূরণ হবে।” 

আওয়ামী লীগ সভাপতি বলেন, “আমরা সমগ্র বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধশালী করব। আর কোনো মানুষ ঠিকানাহীন, গৃহহীন ও ভূমিহীন থাকবে না।” তিনি বলেন, ‘গরিব-দুঃখী জনগণের মুখে হাসি ফোটানো এবং জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের একমাত্র লক্ষ্য।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আমি জানি আমাদের সরকার আবার ক্ষমতায় এলে তা কার্যকর হবে।’ 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.