রাজধানীর লালবাগে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগতরাত ১টা ১২ মিনিটের দিকে লালবাগের পোস্তার ঢাল এলাকার ওই জুতার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ২টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। 
তিনি জানান, রাত ১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ২টা ১৫ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।