× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাজেক পৌঁছেছেন রাষ্ট্রপতি, থাকবেন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১১ এএম । আপডেটঃ ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১২ এএম

ফাইল ফটো

তিন দিনের সফরে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী বিশেষ হেলিকপ্টারটি সাজেকে পৌঁছায়।

রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে সাজেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সফরকে ঘিরে সাজেকে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তাব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকালে সাজেকে নিরাপত্তা জোরদার থাকবে। তবে ওই পর্যটনকেন্দ্রের কটেজ, রিসোর্ট, হোটেল, মোটেল কোনোটাই বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি। তাই সবকিছু স্বাভাবিক ও খোলা থাকবে।’ 

সাজেকে রাষ্ট্রপতির এ সফরসূচি ভ্রমণের উদ্দেশে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবকাশ যাপনের জন্য গত বছর ২০-২২ ডিসেম্বর সাজেকে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.