দীর্ঘদিন ধরে মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই চলছে। মিয়ানমার সীমান্তের ওপার থেকে গুলির তীব্র শব্দ নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসে। নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্তের ওপারে বিজিপির সিংহভাগ চৌকি আরাকান আর্মির দখলে চলে গেছে। কয়েকটি চৌকি দখলে নেওয়ার জন্য উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ চলছে।
আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের পর দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৬৮ সদস্য প্রান বঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি সূত্র জানায়, গতকাল রাত পর্যন্ত বিজিপির আহত সদস্যসহ ৫৪ জন সীমান্ত অতিক্রম করে এপারে আশ্রয় নেয়। এর আগে সকালে পালিয়ে এপারে আশ্রয় নেয় ১৪ বিজিপি সদস্য। তাদের অস্ত্র ও গুলি রয়েছে বিজিবির হেফাজতে। বাংলাদেশে আশ্রয় নেওয়া গুলিবিদ্ধ ১৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের জান্তা সীমান্তরক্ষীদের মধ্যে দু’জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তিন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। মর্টার শেল ও গুলি থেমে নেই। কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। কিছু লোক এপারে ঢুকে বিজিবি ক্যাম্পে আশ্রয় নিয়েছে। উৎকণ্ঠায় রয়েছে সীমান্তের লোকজন।
তুমব্রু সীমান্তের মসজিদের ইমাম খোরশেদ আলম কাওয়াসারী বলেন, গেল শনিবার ভোর থেকে ব্যাপক মর্টার শেল ও গুলি চলছে। কয়েক ধাপে মিয়ানমার থেকে বেশ কিছু মানুষ বাংলাদেশে ঢুকে পড়েছে। তাদের পরনে ছিল বিজিপির পোশাক।
নাম প্রকাশ না করার শর্তে এক বিজিবি সদস্য বলেন, শনিবার বিকেল থেকে মিয়ানমারের ভেতরে প্রচণ্ড গোলাগুলি হয়। সীমান্ত সুরক্ষিত রাখতে এ সময় বিজিবি কঠোর অবস্থান নেয়। এ অবস্থায় রোববার ভোরে বিজিপির কিছু সশস্ত্র সদস্য বাংলাদেশে ঢোকে।
রোববার সকালে তুমব্রু সীমান্তে বিজিবির কাছাকাছি পশ্চিম গুনাপাড়ায় নিজ বাড়ির উঠানে বসে ছিলেন প্রবীণ ধর। হঠাৎ মিয়ানমারের ছোড়া গুলিতে তিনি আহত হন। দুপুরে পশ্চিম পাহাড়পাড়ার মো. শামসু ও কোনাপাড়ার দিল মোহাম্মদের স্ত্রী আহত হয়েছেন। গুলিবিদ্ধ প্রবীণ ধরের জামাতা সুরিৎ কুমার বলেন, ‘সকালে মিয়ানমারের ছোড়া গুলিতে আমার শ্বশুর গুলিবিদ্ধ হন। মনে হচ্ছে, যুদ্ধের মধ্যে আছি। আমরাও পরিবার নিয়ে অন্য কোথাও চলে যাচ্ছি।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, ‘রোববার সীমান্তের ওপারে ব্যাপক গুলিবর্ষণের পাশাপাশি হেলিকপ্টার থেকে ফায়ার হচ্ছে। ভয়ে গ্রাম ছাড়ছে মানুষ।’
দুটি ছাগল নিয়ে অটোরিকশায় উখিয়ার দিকে আশ্রয় নিতে চলে যাচ্ছিলেন নির্মল ধর। তিনি বলেন, ‘আমরা পরিবার নিয়ে অন্যত্র চলে যাচ্ছি। এখানে গোলাগুলির কারণে টেকা যাচ্ছে না। প্রতিদিন গোলাগুলি হচ্ছে। এপারে অনেকের ঘরে গুলি পড়ছে।’
ঘুমধুম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য দিল মোহাম্মদ ভুট্টু বলেন, ‘রাত ৩টার পর থেকে ওপারে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। ভয়ে গ্রামের লোকজন পাশের এলাকায় চলে যাচ্ছে। আমার বাড়ির আঙিনায়ও একটি মর্টার শেল পড়েছে।’
স্থানীয় বাসিন্দা সুমী পাল বলেন, ‘পরিবারের সবাইকে নিয়ে তুমব্রু বাজারে এসে অবস্থান করছি। সীমান্ত এলাকার মাঠে অনেকের পাকা ফসল। এখন সেই ফসল আনতেও ভয় লাগছে।’
পালিয়ে আসা মিয়ানমার সীমান্তরক্ষীরা অস্ত্র ও গুলি বিজিবির কাছে জমা রেখেছে জানিয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মাশরাফি বলেন, ‘বেশ ক’জন মিয়ানমার সীমান্তরক্ষী বাংলাদেশ সীমানায় সশস্ত্র অবস্থায় চলে আসে। তাদেরকে কর্ডন করে এনে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।’
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা জানান, মিয়ানমার সীমান্তে দুই বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় কয়েকটি বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।
এদিকে গতকাল চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘চলমান ইস্যুতে বিজিবি কাজ করছে। আমরা বিজিবির সঙ্গে একসঙ্গে কাজ করছি।’
গত ২৭ অক্টোবর অপারেশন ১০২৭ নামে জান্তাবিরোধী অভিযান শুরু করে আরাকান আর্মি। এর পর থেকে তারা উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বেশির ভাগ এলাকা দখল করে নিয়েছে। এর মধ্যে ২০টি শহর এবং চীনের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ রয়েছে। চীনের মধ্যস্থতায় মিয়ানমার সরকারের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হামলা বন্ধ রেখেছিল আরাকান আর্মি। অবশ্য অপারেশন ১০২৭-এর আওতায় ১৩ নভেম্বর থেকে উত্তর রাখাইন ও পাশের চিন রাজ্যের পালেতোয়ায় বড় ধরনের আক্রমণ চালিয়ে আসছে আরাকান আর্মি। এ ছাড়া কাচিন প্রদেশ ও সাগায়িং অঞ্চলে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্তিশালী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) ও পিপলস ডিফেন্স ফোর্সেসের সঙ্গে যুক্ত রয়েছে আরাকান আর্মি।
বিষয় : মিয়ানমার জান্তা সরকার তীব্র লড়াই
সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন
যোগাযোগ: +880244809006
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2025 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh