× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অবহেলায় বা ভুল চিকিৎসায় মৃত্যু উদ্বেগজনক: মানবাধিকার চেয়ারম্যান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:৩৮ এএম । আপডেটঃ ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৩ এএম

ড. কামাল উদ্দিন আহমেদ। ফাইল ছবি

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন বলেছেন, চিকিৎসায় অবহেলা বা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু উদ্বেগজনক হারে বেড়েছে। রোগীদের হয়রানি ও মৃত্যুর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

কমিশনের চেয়ারম্যান আরও বলেন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, প্রয়োজনীয় মনিটরিংয়ের অভাবে যত্রতত্র অনুমোদনহীন হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠিত হচ্ছে। যেখানে চিকিৎসক ও নার্সদের ন্যূনতম যোগ্যতা ছাড়াই অস্ত্রোপচার এবং চিকিৎসা কর্মকাণ্ড চলছে। অনতিবিলম্বে এসব অনুমোদনহীন হাসপাতাল চিহ্নিত করে বন্ধ করার পাশাপাশি, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে

প্রসঙ্গত, প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় কমিশন স্বপ্রণোদিত হয়ে অভিযোগ আমলে নিয়ে কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) এবং জেলা জজ মো. আশরাফুল আলমকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি সরেজমিন তদন্ত করে বুধবার কমিশনের কাছে সংযুক্ত প্রতিবেদন দাখিল করে। কমিটির সুপারিশগুলো আজ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য বেঞ্চ সভায় আলোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.