বিশ্বের ১১০ শহরের মধ্যে বায়ুদূষণে আজ ঢাকার স্থান প্রথম। আজ সকাল সাড়ে ৯টার দিকে আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ছিল ৩০৫। এ স্কোরকে দুর্যোগপূর্ণ বলে ধরা হয়। গতকাল বৃহস্পতিবারও ঢাকার বায়ু ছিল দুর্যোগপূর্ণ, স্কোর ছিল ৪১১।
আজ বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় স্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এ শহরের স্কোর ২৭৭।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪৯ গুণের বেশি। বাতাসের এ অবস্থা থাকায় সবার জন্য পরামর্শ, আজ বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।
বায়ুমান পর্যবেক্ষণের কাজ করে স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার রাতেও ঢাকার বায়ু দুর্যোগপূর্ণ অবস্থায় পৌঁছেছিল। কয়েক দিন ধরেই বায়ুর এ অবস্থা। এখন এ অবস্থা সম্পর্কে মানুষকে জানানো এবং প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা নেওয়াই প্রধান কাজ।