পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম বলেছেন, ‘বিদেশিরা আমাদের প্রকল্প বন্ধ করে দেবে আর আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকব নাকি? আমরা গণতান্ত্রিক দেশ এবং এখানে নির্বাচিত সরকার আছে। এখানে যে কেউ এসে মাতবরি করে যাবে, এটা হবে নাকি?’
বুধবার (২৪ জানুয়ারি) পরিকল্পনা কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম এসব কথা বলেন। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে কিছু বিদেশি ঋণনির্ভর বিদ্যুৎ খাতের প্রকল্পে বৈদেশিক অর্থায়ন বন্ধ হয়ে যাবে বলে হুমকি পাওয়া যাচ্ছে—এক সাংবাদিক এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রীর বক্তব্য জানতে চান। জবাবে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
এ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। যেটা বাস্তব, সেটা নিয়ে কথা বলবেন।’ তিনি আরও বলেন, ‘যারা (বিদেশিরা) প্রকল্পে ঋণ দিচ্ছে, তাদের কি স্বার্থ নেই? তারা কি ঋণের বদলে ইন্টারেস্ট (সুদ) পাচ্ছে না? তবে প্রকল্প যেন সঠিক সময়ে বাস্তবায়িত হয়, সেটা আমরাও চাই, তারাও (বিদেশিরা) চায়।’
পরিকল্পনা কমিশনের সভায় আরও সিদ্ধান্ত হয়, একটি বিশেষ প্যানেল থেকে প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। এই প্যানেলে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত হবেন। এমন প্যানেল গঠন করা যায় কি না, সে বিষয়ে কাজ করবে পরিকল্পনা কমিশন। এ ছাড়া বর্তমানে বৈশ্বিক এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় উন্নয়ন প্রকল্পে সরকারি বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা।