সংখ্যালঘু সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ। ছবি সংগৃহীত
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সাথে সংশ্লিষ্ট অপরাধমূলক অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৫ সালের পুলিশের নথি পর্যালোচনা করে দেখা গেছে, এসব ঘটনার বড় অংশই ব্যক্তিগত বিরোধ, জমিজমা বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জেরে সৃষ্ট সাধারণ অপরাধ। আজ সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিস্তারিত পোস্টে এসব তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে জানানো হয়, ২০২৫ সালে পুলিশের সংগৃহীত তথ্য অনুযায়ী সংখ্যালঘু সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনা পর্যালোচনায় উঠে এসেছে। এর মধ্যে মাত্র ৭১টি ঘটনায় (প্রায় ১১ শতাংশ) সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে। অবশিষ্ট ৫৭৪টি ঘটনাকে অসাম্প্রদায়িক বা সাধারণ অপরাধ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রতিটি অপরাধই উদ্বেগজনক, তবে সেগুলোকে ঢালাওভাবে সাম্প্রদায়িক হিসেবে চিত্রায়িত করা সঠিক নয়।
সরকারি উপাত্ত অনুযায়ী, ৭১টি সাম্প্রদায়িক ঘটনার মধ্যে ৩৮টি মন্দির ভাঙচুর, ৮টি অগ্নিসংযোগ এবং ১টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে। বাকি ঘটনাগুলো ছিল প্রতিমা ভাঙার হুমকি বা সামাজিক মাধ্যমে উসকানিমূলক পোস্ট। এসব ঘটনায় এ পর্যন্ত ৫০টি মামলা এবং ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, অসাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত ৫৭৪টি ঘটনার মূলে রয়েছে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমিসংক্রান্ত দ্বন্দ্ব, চুরি, যৌন সহিংসতা এবং পূর্বশত্রুতা। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক শ্রেণিবিন্যাস ভ্রান্ত তথ্য প্রতিরোধে এবং কার্যকর আইনি পদক্ষেপ নিতে সহায়তা করে।
পোস্টে স্বীকার করা হয় যে, জাতীয়ভাবে বাংলাদেশ এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করছে। প্রতি বছর গড়ে প্রায় সাড়ে তিন হাজার মানুষের প্রাণহানি কোনোভাবেই স্বস্তিদায়ক নয়। তবে গত কয়েক মাসের সূচক অনুযায়ী, উন্নত পুলিশি ব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতার ফলে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। সরকার প্রতিটি নাগরিকের—তা সে যে ধর্মেরই হোক—সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান উপদেষ্টার বার্তায় স্পষ্ট করা হয়েছে যে, এই প্রতিবেদনটি চ্যালেঞ্জ অস্বীকার করার জন্য নয়, বরং স্বচ্ছতা ও জবাবদিহির জন্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের দেশ এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। গুজব থেকে সত্যকে আলাদা করে সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিষয় : আইনশৃঙ্খলা সংখ্যালঘু প্রধান উপদেষ্টা
সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন
যোগাযোগ: +880244809006 ,01922575574
ই-মেইল: [email protected]
ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭
© 2026 National Tribune All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
