× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাবিপ্রবির শাকসু নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৯ জানুয়ারি ২০২৬, ১৫:১৪ পিএম । আপডেটঃ ১৯ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭ পিএম

হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের যে ক্ষণগণনা চলছিল, তাতে আইনি স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ সোমবার (১৯ জানুয়ারি) হাইকোর্ট শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ প্রদান করেন। স্থগিতাদেশের পাশাপাশি শাকসু নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আদালতের এই আদেশের ফলে দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন আপাতত থমকে গেল।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২৮ বছর আগে। দীর্ঘ অচলায়তন ভেঙে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তফসিল ঘোষণা করলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। নির্বাচনের সকল প্রস্তুতিও প্রায় চূড়ান্ত ছিল। তবে শেষ মুহূর্তে আইনি জটিলতা তৈরি হওয়ায় হাইকোর্টে রিট করা হয়। আজ সেই রিটের শুনানি নিয়ে আদালত নির্বাচনের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে। আপাতত স্থগিতাদেশের ফলে নির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.