সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ঘোষণা ও তা বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই প্রক্রিয়া চলমান থাকায় তিনি সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, নতুন পে স্কেল নির্ধারণের লক্ষ্যে ইতিমধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটি বর্তমানে তথ্য উপাত্ত বিশ্লেষণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, "পে স্কেলের বিষয়ে গঠিত কমিটি তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিলেই সরকার দ্রুততম সময়ের মধ্যে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।" বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে একটি টেকসই বেতন কাঠামো তৈরিতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। তাদের মধ্যে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।
এছাড়াও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশিদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।