× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৬, ০১:১৯ এএম । আপডেটঃ ১৬ জানুয়ারি ২০২৬, ০১:২০ এএম

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গাকে (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুততর করার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আল-আবিয়াহর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এই তথ্য জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের বর্তমান অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টা জানান, পাসপোর্ট অধিদপ্তর ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে। কাজ দ্রুত সম্পন্ন করতে ঢাকা থেকে একটি বিশেষ কারিগরি টিমও পাঠানো হয়েছে। তবে লক্ষ্য করা গেছে, আবেদনের তুলনায় এনরোলমেন্টের জন্য উপস্থিতির হার কিছুটা কম, যা ইতোমধ্যেই সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "৩২ লাখেরও বেশি বাংলাদেশির জন্য সৌদি আরব দ্বিতীয় আবাসস্থল। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির প্রাণশক্তি।" তিনি বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি আমদানির জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। জবাবে রাষ্ট্রদূত জনশক্তি রপ্তানি ও পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে উপদেষ্টা জানান, নির্বাচন পরিচালনার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ প্রস্তুত। পুলিশ ও অন্যান্য বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে ‘ডেভিল হান্ট ফেজ-২’-সহ নিয়মিত অভিযান চলমান রয়েছে।

আগামী ৮-১৪ ফেব্রুয়ারি ২০২৬ রিয়াদে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে অংশগ্রহণের জন্য সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন রাষ্ট্রদূত। তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে উপদেষ্টা নিজে উপস্থিত হতে না পারলেও একজন উপযুক্ত প্রতিনিধি পাঠানোর নিশ্চয়তা দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: মো. আলী হোসেন

যোগাযোগ: +880244809006 ,01922575574

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2026 National Tribune All Rights Reserved.